ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে ক্রিকেটাররা মাঠে নাম ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেবে বিসিবি।
অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। এর আগে বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করায় বিপিএলের ঢাকা পর্বের দিনের প্রথম ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা। এর আগে এক বিবৃতির মাধ্যমে এম নাজমুল ইসলামকে বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিসিবি জানিয়েছে, বোর্ডের স্বার্থ ও কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
