More

    জামায়াত ইসলামী ক্ষমতায় এলে চাঁদাবাজ দখলবাজি থাকবে না : মাহমুদুন্নবী তালুকদার

    অবশ্যই পরুন

    এম এইচ কামাল বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধি :  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা, জনসমর্থন ও ভোট বৃদ্ধির লক্ষে বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর পথসভায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) সন্ধ্যায় উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউইয়র্কে বাজারে অনুষ্ঠিত পথসভায় জনতার ঢল নামে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার।

    মোয়াজ্জেম হোসেন (বাবলু) খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফিরোজ আলম, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইদুল ইসলাম খান, প্রফেসর বশির উদ্দিন সহ সেক্রেটারি বাকেরগঞ্জ উপজেলা, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন আগামীতে নিরাপদ জীবন যাপন করতে, চাঁদামুক্ত ব্যবসা করাতে, নারীদের নিরাপদে চলাফেরা করার জন্য, ন্যায্য বিচার পেতে আগামী সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের দল জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সরকার গঠন করতে সবাই এক হয়ে কাজ করবো। প্রধান অতিথি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার তার বক্তব্যে বলেন, দেশ স্বাধীনের পর থেকে সব দল দেখেছেন। কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি।

    চাঁদাবাজি, দখলবাজি বন্ধ হয়নি। বিগত বছরগুলোতে চাঁদাবাজি, দখলবাজি, অপরাধের মাধ্যমে নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন, এবার সুযোগ এসেছে আপনারা আপনাদের ভোটের মাধ্যমে দেশে ইসলামী দলকে ক্ষমতায় আনতে পারলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। তাই সকলকে এক হয়ে ন্যায় ও ইনসাফের দল জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাবেক এমপি প্রার্থী আল -আমিন মোল্লা গ্রেপ্তার।

    মাদারীপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাবেক স্বতন্ত্র প্রার্থী ও রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল-আমীন মোল্লাকে যশোরের বেনাপোল থেকে...