স্টাফ রিপোর্টারঃ বরগুনার আমতলী পৌর শহরে খোকন কাজী (৩৫) নামের এক চায়ের দোকানি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলা ভূমি অফিসের জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইয়াছিন কাজীর ছেলে মো. খোকন কাজী ২০১৮ সালে আমতলী আসেন। আমতলী এসে বন্দর প্রাইমারি সড়কের এভিনিউ মসজিদের একটি স্টল ভাড়া নিয়ে চায়ের দোকান করতেন। ব্যবসা করতে গিয়ে একপর্যায়ে বাকির কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। পরে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করছিলেন। ধীরে ধীরে তার ঋণের পরিমাণ বাড়তে থাকে। বৃহস্পতিবার একটি প্রতিষ্ঠান থেকে তার ঋণ পাওয়ার কথা ছিল। কিন্তু সেখান থেকে ঋণ না পেয়ে তিনি দেনা পরিশোধের ভয়ে হতাশ হয়ে পড়েন।
বৃহস্পতিবার দুপুর ১টার সময় খোকন কাজী নামের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেন, ‘সবাই আমাকে মাফ করে দিবেন আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। কিছুক্ষণ পর আমি আত্মহত্যা করবো।’ এরপর স্ট্যাটাস দিয়ে দোকানের দরজা ভেতর থেকে আটকিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পোস্টে তিনি আরও লিখেন, ‘আমি চারপাশে অনেক ধারদেনা করেছি। আর সামাল দিতে পারছি না। একটা লোন হওয়ার কথা ছিল সেটাও আজকে হলো না। আমার বউয়ের সব গয়নাঘাটি টাকা-পয়সা খরচ করে পথের ভিখারি হয়ে গেছি। আমার বউ অথবা পৃথিবীর কেউ আমার মৃত্যুর জন্য দায়ী না। আমার এই মৃত্যুর জন্য সবাই আমাকে মাফ করে দেবেন। মা, বাবা ভাই-বোন সবাই আমাকে মাফ করে দেবেন।’
খোকনের স্ত্রী বলেন, দুপুর দেড়টার সময় বাসায় এসে আমার ফোন দিয়ে কার সঙ্গে যেন কথা বলে আবার বাসা থেকে বেড়িয়ে যায়। আমার সঙ্গে কোনো কথা হয়নি। এটাই আমার সঙ্গে শেষ দেখা। এর কিছুক্ষণ পর শুনি সে আত্মহত্যা করেছে।