পিরোজপুর প্রতিনিধি: জুলাই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় পিরোজপুরে প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩১ জুলাই)সকালে পিরোজপুর সদরের ৮৯ নম্বর মাছিমপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের নিয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকির হোসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পিরোজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক এম সোহেল মাহমুদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং উপস্থিত শিক্ষার্থীদের দুপুরের খাবার সরবরাহ করা হয়।