More

    নেতা বহিষ্কৃত, তবু চাঁদাবাজি বন্ধ হয়নি: রুহুল আমিন দুলালের অনুসারীরা আলোচনায়

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাঝেরপোল এলাকায় শালিসির মাধ্যমে ন্যায়বিচারের আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বায়জিদ মোল্লা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক।

    ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, পারিবারিক একটি বিরোধের নিষ্পত্তি করতে শালিসি আয়োজন করা হয়। সেখানে বায়জিদ মোল্লা ন্যায়বিচারের আশ্বাস দিলেও পরে মোটা অঙ্কের টাকা দাবি করেন। বাধ্য হয়ে তাকে টাকা দিতে হয়।

    জানা গেছে, অভিযুক্ত বায়জিদ মোল্লা মঠবাড়িয়া উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক নেতা রুহুল আমিন দুলালের ঘনিষ্ঠ অনুসারী। উল্লেখ্য, রুহুল আমিন দুলাল একাধিক চাঁদাবাজির অভিযোগে ইতোমধ্যে দল থেকে বহিষ্কৃত হয়েছেন।

    স্থানীয়দের অভিযোগ, বহিষ্কারের পরও রুহুল আমিন দুলালের অনুসারীরা এলাকায় সক্রিয় থেকে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    এ বিষয়ে বায়জিদ মোল্লার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজধানীতে রাস্তার পাশে পটুয়াখালীর নারীর বস্তাবন্দী লাশ

    অনলাইন ডেস্ক: রাজধানীর কদমতলী থানার মুরাদপুর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লাশটি...