More

    গাজায় ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ২০

    অবশ্যই পরুন

    গাজার কেন্দ্রীয় অংশে ত্রাণ বিতরণের সময় একটি ট্রাক উল্টে পড়ে কমপক্ষে ২০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। বুধবার এই তথ্য জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘গত রাত মধ্যরাতের দিকে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে গেলে ২০ জন প্রাণ হারান এবং ডজনখানেক মানুষ আহত হন।

    তখন শত শত মানুষ ত্রাণের আশায় অপেক্ষা করছিলেন। ’ ঘটনাটি ঘটে নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে। বাসালের দাবি, ট্রাকটি এমন একটি সড়ক দিয়ে চলছিল, যেটি আগে ইসরায়েলি বাহিনী বোমা মেরে ক্ষতিগ্রস্ত করেছিল এবং যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে। অন্যদিকে হামাস ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। তারা বলেছে, ইসরায়েল ত্রাণবাহী ট্রাকচালকদের বাধ্য করছে এমনসব বিপজ্জনক রুট দিয়ে চলতে। যেখানে ক্ষুধার্ত মানুষজন ত্রাণের আশায় অপেক্ষা করে থাকেন। ফলে ইচ্ছাকৃতভাবে ‘অনাহার ও বিশৃঙ্খলা তৈরি’ করা হচ্ছে।

    হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, ‘ইসরায়েল এমন রাস্তায় ট্রাকচালকদের চলতে বাধ্য করছে, যেখানে সপ্তাহজুড়ে ক্ষুধার্ত মানুষ প্রয়োজনীয় দ্রব্যের আশায় ভিড় জমিয়ে রেখেছে। এতে হতাশ ও মরিয়া জনতা প্রায়ই ট্রাকগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ছে, যার ফলেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।’ উল্লেখ্য, চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে।

    খাদ্য, পানি ও ওষুধের মতো মৌলিক চাহিদা মেটাতে না পেরে হাজার হাজার মানুষ প্রতিদিন ত্রাণের জন্য জীবন বাজি রেখে অপেক্ষা করছে। ত্রাণ পৌঁছানো নিয়েও বারবার সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তা ও প্রাণঘাতী ঘটনা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...