More

    পাথরঘাটায় ভুমি অধিকার বিষয়ক কর্মশালা

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ পাথরঘাটা  প্রতিনিধি: ভুমি অধিকার, ভুমি ব্যবস্থাপনা, ভূমিহীনদের ভুমি অধিকার নিশ্চিত, জেলেদের প্রাপ্যতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পাথরঘাটা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ফিসনেট’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, পাথরঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম প্রমুখ। পরে ভূমিহীনদের অধিকার ও যথাযথ প্রাপ্যতা নিশ্চিতে কিরনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শামীম আহমেদ ও উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যদের উপজেলা ভূমি কমিটি গঠন করা হয়।

    উপজেলা ভূমি কমিটি উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, সামুদ্রিক সম্পদ সুরক্ষা বাস্তবায়নে কাজ করবে এবং ফিটনেস প্রকল্পের মাধ্যমে ভূমিহীন, জেলেদের সহায়তা ও জেলে পরিবারের শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হবে।

    ফিটনেস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুবোধ কুমার বিশ্বাস জানান, এ প্রকল্পের মাধ্যমে জেলে পরিবারের আয় এবং জীবনমানের উন্নয়ন, ঝড়ে পড়া শিশুদের বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার আওতায় আনা হবে। ১৫ থেকে ১৮ বছররের তরুণদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...