More

    মির্জাগঞ্জে দান বাক্সের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে এক দরবার শরিফের দান বাক্সের টাকা অবৈধভাবে উঠিয়ে আত্মসাতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে আমতলী চৌরাস্তা হাজি নান্না বিরানি হাউসের সামনে এ ঘটনা ঘটে।

    জানা যায়, ভুয়া রসিদ দিয়ে মির্জাগঞ্জের মরহুম ইয়ার উদ্দিন খলিফা সাহেব (র.) দরবার শরিফের খলিফা দরবারের দান বাক্সের টাকা আত্মসাতের সময় মো. ফোরকান আলম মাঝিকে গ্রেপ্তার করে আমতলী থানা পুলিশ। গ্রেপ্তার মো. ফোরকান আলম পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মৃত মোতাহার উদ্দিন মাঝির ছেলে থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা দরবার কমিটির সহসভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, আমি টাকা আত্মসাতের বিষয়টি শুনেছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, আসামিকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আমতলী সিনয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দুমকিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি

    ওবায়দুর রহমান অভি, দুমকি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে পটুয়াখালীর দুমকীতে। মঙ্গলবার (২৮...