চরফ্যাশন আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হরযত আলী হিরনকে নিয়ে আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ যে আপত্তিকর তথ্য উপাত্তহীন অসত্য ও মানহানিকর সংবাদ প্রকাশ করেছে। মিথ্যা বানোয়াট কথাবার্তা লিখে আইনজীবীদের মানক্ষুন্ন করা হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
অ্যাডভোকেট হিরন দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এই সময়ে তার নামে মিথ্যা ও গায়েবি ১৮টি মামলা দায়ের করা হয়। ছাত্রদল সাবেক সভাপতি রাজ্জাক হত্যা মামলায় চার্জশিটের বিরুদ্ধে না-রাজি পিটিশন দাখিলের জন্য ভোলা জেলার কোনো আইনজীবী এগিয়ে না আসলেও, অ্যাডভোকেট হিরন জীবন বাজি রেখে সেই পিটিশন দাখিল করেন। এ সময় আদালত প্রাঙ্গণে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার শিকার হয়ে তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন।
পরবর্তীতে হাসিনা সরকারের পতনের পর চরফ্যাশন আদালতের অ্যাডিশনাল পিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিরপেক্ষভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। এর প্রমাণ বিভিন্ন গণমাধ্যম ও পত্রপত্রিকায় ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।
আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, আমার দেশ প্রতিনিধি যে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন তা ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে অন্তরায় এবং একজন সৎ, নির্ভীক ও ন্যায়পরায়ণ আইনজীবীর মর্যাদা ক্ষুণ্ণ করার ঘৃণিত প্রচেষ্টা।
আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং ভবিষ্যতে এ ধরনের অসত্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।