More

    বাউফলে হত্যা মামলার পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শাহ আলম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে বাউফল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাসুদ খলিফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    বাউফল থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামে নিহত শাহ আলমের ছাগল একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন শাহ আলম। তাকে হাসপাতালে ভর্তি করা হলে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

    এ ঘটনায় প্রথমে হামলার মামলা হলেও পরবর্তীতে তা হত্যা মামলায় রূপ নেয়। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মাসুদ খলিফা বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চেষ্টার কমতি ছিল না, দেশে ফিরে বললেন লিটন

    এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা আগেই শেষ হওয়ার পর দেশে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে বৃৃহস্পতিবার(২ অক্টোবর) থেকে শুরু...