মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এর প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৭ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে বর্ণাঢ্য রেলি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে রেলি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল আলম, রিক বরিশাল জোনাল ম্যানেজার শেখ আতিকুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা এরিয়া ম্যানেজার সুরাশ দাস, মঠবাড়িয়া উপজেলা এরিয়া ম্যানেজার মোঃ হুমায়ুন কবির, মঠবাড়িয়া ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাইফুর রহমান এবং প্রবীণ আউয়াল ফরাজি প্রমুখ। বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের বোঝা নয় বরং আশীর্বাদ। আমরা সকলেই যেন প্রবীণদের পাশে দাঁড়াই।