More

    পিরোজপুরে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

    অবশ্যই পরুন

    বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে পিরোজপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও হালকা, কখনও ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা ও গ্রামের নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পিরোজপুর শহরের টাউন ক্লাব রোড, সোনালী ব্যাংক রোড, সিআই পাড়া, বলাকা ক্লাব রোড, শিক্ষা অফিস রোডসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটে পানি জমে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

    বৃষ্টির পানিতে হাঁটাচলা দুরূহ হয়ে পড়েছে, ছোট যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। বেশ কয়েক বছর ধরেই পিরোজপুর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের বেহাল দশা দেখা দিয়েছে। অল্প বৃষ্টিতেই ড্রেন উপচে পানি রাস্তায় উঠে আসে, ঘরবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়ে। পৌরসভা কর্তৃপক্ষ একাধিকবার সংস্কারের আশ্বাস দিলেও দৃশ্যমান উন্নতি হয়নি।

    ফলে শহরের মানুষের ভোগান্তি ক্রমেই বাড়ছে। বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। রিকশা-ভ্যান চালক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা কাজের অভাবে আয় হারাচ্ছেন। অনেকেই বৃষ্টির কারণে কাজে বের হতে না পেরে পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। এদিকে জেলার মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া, ইন্দুরকানী ও কাউখালী উপজেলার নিম্নাঞ্চলেও বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ঘরবাড়ি ও ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

    পিরোজপুর পৌরসভা একটি প্রাচীন পৌরসভা, যেখানে ৩৩০ কিলোমিটারের বেশি সড়ক রয়েছে। কিন্তু রাস্তাঘাট মেরামত ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় বরাদ্দের ঘাটতির কারণে কাজের অগ্রগতি ধীরগতির। স্থানীয়ভাবে সীমিত অর্থায়নে কিছু মেরামতকাজ চালালেও সামগ্রিক উন্নয়ন এখনো সম্ভব হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা গণতন্ত্র মঞ্চের

    আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির কাছে আসন না চাওয়ার কথা জানিয়েছে গণতন্ত্র মঞ। সব আসনে প্রার্থী দেয়ার পাশাপাশি নেতাকর্মীদের...