More

    তেতুলিয়া নদীতে প্রশাসনের অভিযান: ১১ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আটক -১১

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলার তেতুলিয়া নদীতে ব্যাপক অভিযানে ১১ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে পরিচালিত এ অভিযানে ১১ জন জেলেকে আটক করা হয়।

    অভিযানটি পরিচালনা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এ সময় সহায়তা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।

    ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে চারজনকে সাত দিনের কারাদণ্ড, একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুইজনকে নিয়মিত আদালতে প্রেরণ এবং চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

    জব্দকৃত ১১ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কিছু জেলে ইট-পাথর নিক্ষেপ করে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও কোস্টগার্ডের দৃঢ় অবস্থানে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

    প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকলে নদীতে মা ইলিশসহ অন্যান্য মাছের প্রজনন সুরক্ষিত থাকবে।”
    এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, “অসাধু জেলেদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। “

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় বখাটের কাস্তের আঘাতে কলেজ শিক্ষার্থীর মুখমন্ডল ক্ষত বিক্ষত

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায়  বখাটের ধারালো কাস্তের আঘাতে জিদনী নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।  বৃধবার (৩...