More

    তেতুলিয়া নদীতে প্রশাসনের অভিযান: ১১ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আটক -১১

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলার তেতুলিয়া নদীতে ব্যাপক অভিযানে ১১ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে পরিচালিত এ অভিযানে ১১ জন জেলেকে আটক করা হয়।

    অভিযানটি পরিচালনা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এ সময় সহায়তা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।

    ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে চারজনকে সাত দিনের কারাদণ্ড, একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুইজনকে নিয়মিত আদালতে প্রেরণ এবং চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

    জব্দকৃত ১১ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কিছু জেলে ইট-পাথর নিক্ষেপ করে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও কোস্টগার্ডের দৃঢ় অবস্থানে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

    প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকলে নদীতে মা ইলিশসহ অন্যান্য মাছের প্রজনন সুরক্ষিত থাকবে।”
    এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, “অসাধু জেলেদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। “

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পাথরঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট নিরসন ও সরকারি সেবা চালুর দাবিতে মানববন্ধন

    আরিফ তৌহীদ-পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি: পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও স্টাফ সংকট নিরসন, ব্যবস্থাপনার উন্নয়ন এবং সরকারি পর্যায়ে পূর্ণাঙ্গ চিকিৎসা...