More

    গলাচিপায় এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঢাকায় চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‌্যালি ও বিক্ষোভ শেষে স্থানীয় পৌরমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মু. জাহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি গলাচিপা শাখার সহ সভাপতি মুহাম্মাদ মোশাররফ হোসাইন, কলাগাছিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মো. রিয়াজ উদ্দিন, গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই, গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান,

    হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তা রহমান, রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন শিপন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম শামিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতী আবু বক্কর সিদ্দিক,

    গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মুনতাসীর মামুন, ছাত্র প্রতিনিধি তরিকুল ইসলাম মুন্না প্রমুখ। শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। শিক্ষকদের দাবি না মানলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ে পাথরঘাটায় বিক্ষোভ সমাবেশ

    আরিফ তৌহীদ:পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি- বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরগুনার পাথরঘাটায়...