মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধ : পিরোজপুরের মঠবাড়িয়া হৃদয় নামে ১৭ বছর বয়সী এক কিশোরের গলাকাটা গলিত লাশ বস্তায় পেচানো অবস্থায় উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। ২৩ অক্টোবর বৃহস্পতিবার রাত আটটার দিকে পৌর শহরের বহেরাতলা এলাকার সাবেক কাউন্সিলর জিল্লুর রহমানের বাড়ির সন্নিকটে খালের পাঢ় থেকে নিহত হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। গত ২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে অপহরণকারীরা হৃদয়কে অটো রিক্সা সহ অপহরণ করে।
এবং পরবর্তীতে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় হৃদয়ের বাবা আলমগীর হোসেন মঠবাড়িয়া থানায় একটি সাধারন ডায়েরি করেন। আলমগীর হোসেন মঠবাড়িয়া উপজেলার হালতা গুলীসাখালী ইউনিয়নের কবুতর খালি গ্রামের বাসিন্দা। নিহত হৃদয়ের প্রতিবেশী আজাদ শিকদার বলেন যে নম্বর থেকে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে, সেটা ট্রাকিং এর মাধ্যমে এবং লোকেশন অনুযায়ী সে নম্বর ঢাকায় বসে ব্যবহার করছে। যে কারণে আমাদের পক্ষ থেকে টাকা দেওয়া হয়নি।
এদিকে বস্তায় পেঁচানো লাশ পাওয়ার সংবাদ শুনে শত শত মানুষ ওই খালের পাড়ে জমা হয়। খবর জানার সাথে সাথেই মঠবাড়িয়া থানার ওসি তদন্ত আব্দুল হালিম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলের ছুটে আসেন। ওসি তদন্ত আব্দুল হালিম জানান লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আগামীকাল ২৪ অক্টোবর শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে। নিহত কিশোর হৃদয়ের হত্যার ঘটনা থানা পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করবে। তিনি আশা করেন শীঘ্রই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পারবেন।
