More

    পটুয়াখালী পাঁচ নবজাতক নিয়ে অর্থকষ্টে লামিয়ার পরিবার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীতে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন লামিয়া বেগম নামের এক গৃহবধূ। এলাকায় আনন্দের দেখা দিলেও চরম দুশ্চিন্তায় লামিয়ার পরিবার । নবজাতকদের পুষ্টি, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন এই দম্পত্তি।

    গত ৬ অক্টোবর দুপুর ১২টার দিকে বরিশাল শহরের ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেন লামিয়া বেগম। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের মুদি দোকানদার সোহেল হাওলাদারের স্ত্রী। স্থানীয় বাহেরচর বাজারে তার একটি ছোট মুদি দোকান রয়েছে—সেই আয়ের ওপরই চলে তাদের সংসার।

    সোহেল হাওলাদার বলেন, প্রতিদিন দুধ ও ন্যাপকিন কিনতেই দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয়। শিশুরা অসুস্থ হলে চিকিৎসার খরচও যোগ হয়। আমার মতো সীমিত আয়ের মানুষের পক্ষে এই ব্যয় বহন করা খুব কঠিন।

    তিনি আরও জানান, সন্তান প্রসবের পর হাসপাতালে নয় দিন থাকতে হয়েছে। ধার-দেনা ও এনজিও ঋণ মিলিয়ে এখন প্রায় দুই লাখ টাকা দেনা হয়েছে। স্ত্রীরও প্রয়োজন পুষ্টিকর খাবারের, কিন্তু তা কেনার সামর্থ্য তার নেই।

    সোহেলের শাশুড়ি শাহনাজ বেগম বলেন, জন্মের পর অনেকেই এসে দেখে গেছেন, সাহায্যের আশ্বাসও দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ সহযোগিতা করেননি। মা-মেয়ে মিলে সারাদিন বাচ্চাগুলোর যত্ন নিচ্ছি, এতে আমাদেরও কষ্ট হচ্ছে।

    তিনি আরও বলেন, সরকারি বা বেসরকারিভাবে যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে হয়তো এই নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎ কিছুটা নিরাপদ হবে।

    বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ বলেন, নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমরা নিবিড়ভাবে কাজ করছি। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

    এদিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, এ ধরনের অসহায় পরিবারকে সহায়তার জন্য সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দ থাকে। তারা নিয়ম অনুযায়ী আবেদন করলে আমরা সহযোগিতা করব।

    বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা। পরিবারটি যদি উপজেলা প্রশাসনের কাছে সহায়তা চায়, আমরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...