More

    মঠবাড়িয়ায় ইনকিলাব মঞ্চ সভাপতির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

    অবশ্যই পরুন

    ইনকিলাব মঞ্চের সভাপতি ও এনসিপি নেতা শরীফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শহীদ মিনার চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।

    বিক্ষোভ মিছিলে স্থানীয় নেতাকর্মী, সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন। পরে শহীদ মিনার এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সভায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন মঠবাড়িয়ার এনসিপির সংসদ সদস্য প্রার্থী ড. শামীম হামিদী। তিনি বলেন, “এ ধরনের সন্ত্রাসী হামলা রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।” তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

    এনসিপি নেতা মিজানুর রহমান মাস্টার বলেন, একজন রাজনৈতিক নেতার ওপর এ ধরনের হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

    প্রতিবাদ সভা শেষে হামলাকারীদের গ্রেপ্তার ও শান্তির দাবি জানিয়ে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে রাজৈরে সমাবেশ

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সতন্ত্র সাংসদ প্রার্থী উসমান হাদী–এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে...