More

    দক্ষিণাঞ্চলের কিংবদন্তি এম এ খালেকের শেষ বিদায়

    অবশ্যই পরুন

    বিশেষ প্রতিনিধি: মেহেদী হাসান:  পিরোজপুর ভান্ডারিয়া রাধানগরের শিক্ষা অনুরাগী ও সমাজসেবক আলহাজ্ব এম এ খালেক সাহেবের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা অনুষ্ঠিত হয় তাঁর পিতৃ বাসভবন এবং গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে। জানাজায় অংশ নেন বারিধারা রাধানগর এলাকার সকল শিক্ষা কমপ্লেক্সের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর–২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী, বিএনপি মনোনীত প্রার্থী আহমদ সোহেল মঞ্জু সুমন, এবং ঝালকাঠি–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

    জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ এম এ খালেক সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং গভীর শোক প্রকাশ করেন। বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবন্দি অবস্থায় তাঁর মৃত্যু একটি অমানবিক ও নৃশংস ঘটনা। তাঁরা আরও জানান, এম এ খালেক সাহেব প্রতিষ্ঠিত ১৯টি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে ১০ থেকে ১২টি চালু থাকলেও অতি গুরুত্বপূর্ণ ৩ থেকে ৪টি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আছিয়া খাতুন ডায়াবেটিস হাসপাতাল। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিতে সহযোগিতার আশ্বাস দেন এবং বিশেষ করে হাসপাতালটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ার কথা জানান।

    জানাজা শেষে এলাকাবাসীর আবেগঘন উপস্থিতিতে শেষ বিদায় জানানো হয় এই শিক্ষা অনুরাগীকে। এলাকাবাসী জানান, এম এ খালেক সাহেবের অনুপস্থিতিতে দক্ষিণাঞ্চলের ভান্ডারিয়া, কাঠালিয়া ও রাজাপুরসহ আশেপাশের এলাকায় বেসরকারি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো সংকটের মুখে পড়তে পারে। দক্ষিণাঞ্চলের শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এম এ খালেক সাহেবের মৃত্যুতে পুরো অঞ্চলে নেমে এসেছে শোকের ছায়া।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন

    জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। শনিবার (১৩...