More

    হাদির ওপর গুলিবর্ষণের ৫৫ ঘণ্টা: ধরাছোঁয়ার বাইরে হামলাকারীরা

    অবশ্যই পরুন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে গুলিবর্ষণের ঘটনার ৫৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার হয়নি মূল হামলাকারীরা। পুলিশ বলছে, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং হামলাকারীরা দেশেই রয়েছে। তবে এত কিছুর পরও তারা এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

    রবিবার (১৪ ডিসেম্বর) রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় তিন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর মধ্যে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানকে গ্রেফতার করে মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় মানবপাচারের অভিযোগে আটক আরও দুজনকে এই হামলার সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা—তা যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ চলছে।

    রবিবার (১৪ ডিসেম্বর)

    সর্বশেষ রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম জানান, শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন—ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। এর মধ্যে ফয়সাল করিম মাসুদ গুলি চালিয়েছে এবং আলমগীর শেখ মোটরসাইকেল চালকের আসনে ছিল বলে জানান তিনি।

    চিহ্নিত এই দুজনকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে এস এন মো. নজরুল ইসলাম বলেন, তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনও তথ্য নেই। তবে তারা যেন পালিয়ে যেতে না পারে, সে জন্য বিজিবিসহ দেশের সব স্থল ও বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে। তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে এই ঘোষণা দেন।

    তিনি জানান, দেশের সীমান্ত দিয়ে মানুষ পারাপারের সঙ্গে যুক্ত কয়েকজনের বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শীর্ষ জুলাই যোদ্ধাদের অনেকের ক্ষেত্রেই নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সে কারণে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, হাজার হাজার জুলাইযোদ্ধার নিরাপত্তা ব্যক্তি পর্যায়ে নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে হাদির মতো যারা সরাসরি হুমকির মুখে বা গান পয়েন্টে রয়েছেন, তাদের নিরাপত্তা বাড়ানো হচ্ছে।

    অন্যদিকে র‌্যাব জানিয়েছে, ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসসহ তিন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন

    জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। শনিবার (১৩...