More

    কালকিনিতে ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে বিজয় দিবস উদ্‌যাপন

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে দেশপ্রেম ও শোকাবহ স্বাধীনতার স্মৃতি তুলে ধরা হয়।

    কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ,
    উদ্বোধনী ও প্রধান অতিথি: অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা বিভিন্ন অফিস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া কালকিনি থানা অফিসার ইনচার্জ (ওসি), জহিরুল আলম, আনসার বাহিনী, ফায়ার সার্ভিসের সদস্য স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    প্রধান আয়োজিত কার্যক্রম জাতীয় পতাকা উত্তোলন মুক্তিযুদ্ধ ও বিজয় নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ পুরস্কার বিতরণ — বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কুচকাওয়াজের মধ্যে শিক্ষা-সংক্রমিত ও ক্রীড়া/অন্যান্য কার্যক্রমের জন্য পুরস্কার প্রদান করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ফেঁসে গেছে বরিশালের বিউটি সিনেমা হলের জাল দলিল তৈরির চক্র

    বরিশাল নগরীর বিউটি সিনেমা হলের জমি সহ সৈয়দ আশিক চৌধুরীর পারিবারিক সম্পত্তি জাল দলিল তৈরি করে দখলের চেষ্টায় বরিশাল...