More

    কালকিনিতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুলাল সরদার (৭০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দুলাল সরদার ওরফে দুলাল উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের আব্দুল হাকিম সরদারের ছেলে। তিনি কালাই সরদারের চর ওয়ার্ডের ইউপি সদস্য বলে জানা গেছে।

    পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কালাই সরদারের চর এলাকায় আওয়ামী লীগের সক্রিয় কর্মী দুলাল সরদার দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এ অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে কালকিনি থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

    এ বিষয়ে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাহ হোসেন জানান, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দুলাল সরদারকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে যুবলীগ সভাপতি ভোলা গ্রেপ্তার

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নয়ন বৈষ্ণব ভোলাকে গ্রেফতার করেছে...