বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ৪৪০ জন শিক্ষার্থীর মাঝে সাইন্টিফিক ক্যালকুলেটর বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪০ জন শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন ক্যালকুলেটর তুলে দেন।
এ সময় বক্তব্য রাখবেন, বিবিচিনি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাকির হোসাইন, বেতাগী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শাহীন, কাজির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমেদ, সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লাভলু, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ফোরকান হোসেন সহ অন্যান্যরা।
এসময় শিক্ষার্থী বলেন, সাইন্টিফিক ক্যালকুলেটর পেয়ে আমরা খুশি ও উপকৃত হয়েছি। আমাদের জন্য এটা অপরিহার্য ছিল। যা ত্রিকোণমিতি, পরিসংখ্যান ও সমীকরণ সমাধানে আমরা ব্যবহার করতে পারবো।
