More

    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী বিরোধিতা করেছে- মেজর হাফিজ

    অবশ্যই পরুন

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা-৩ আসন (লালমোহন তজুমদ্দিন) ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর (অব:)হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যখন পাকবাহিনী নিরীহ বাঙালির উপর জাফিয়ে পরেছিলো। তখন আমরা স্বাধীনতায় অংশ গ্রহণ করেছিলাম।

    আমাদের নেতা মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন।সারা জাতি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছে।কিন্তু এই জামায়াতে ইসলামী তার বিরোধিতা করেছে। পাক বাহিনীর সাথে যোগ দিয়ে আলবদর আস্সামস বাহিনী তৈরি করে সারাদেশে নিরীহ বাঙালিদের হত্যা করেছে।যদি এই ধরনের দল রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে মহিলাদের জন্য বসবাস দুর্বিসহ হবে। ঘরের আড়ালে মহিলাদের তালা বদ্ধ করে রাখা হবে।আপনাদের রাষ্ট পরিচালনার ও কোন দায়িত্ব থাকবেনা, আপনাদের কোন প্রতিনিধি ও জাতীয় সংসদে থাকবেনা, শিক্ষা গ্রহণ থাকবেনা এবং কোন অধিকার আপনাদের থাকবেনা।

    সোমবার (২৬ জানুয়ারি) বিকালে লালমোহন পৌরসভায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেজর হাফিজ আরো বলেন, ইসলামের নামে ধর্ম ব্যবসায়ী দলগুলো যদি রাষ্ট্র ক্ষমতায় আসে,তাহলে মহিলাদের জন্য আর বাংলাদেশে বসবাসযোগ্য থাকবেনা।তারা এই দেশকে তালেবানদের মতো আফগানিস্থান বানাবে।

    যেখানে মহিলাদের স্কুল কলেজে যাওয়া ও উচ্চ শিক্ষা নিষিদ্ধ।পারবেনা কোন চাকুরী করতে।এই ধরনের একটি শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তারা।সারা দেশব্যাপী মহিলারা এর প্রতিবাদ জানিয়েছে ।এই জন্য ইদানিং তারা নতুন করে বলা শুরু করেছে আর শরীয়া আইন পাস করবেনা। এতোদিন তারা বলে আসছে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবে।

    এখন বলছে বর্তমানে বাংলাদেশের যে আইন আছে সেটাই তারা অনুসরণ করবে।এটি একটি ধোঁকাবাজি। তারা দীর্ঘদিন যে কথা বলে আসতেছে সেটা থেকে ফিরে গিয়ে নতুন নতুন ফতোয়া দিচ্ছে। লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু‘র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল,

    সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, পৌর যুবদলের সভাপতি জাকির ইমরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাইন্টিফিক ক্যালকুলেটর হাতে পেয়ে খুশি ৪৪০ জন শিক্ষার্থী

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি:  বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ৪৪০ জন শিক্ষার্থীর মাঝে সাইন্টিফিক ক্যালকুলেটর...