More

    বরগুনা সরকারি কলেজে দৃশ্যমান হলো শহীদ শরীফ বিন ওসমান হাদীর গ্রাফিতি

    অবশ্যই পরুন

    শহীদ শরীফ বিন ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে চলমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণে দৃশ্যমান হয়েছে একটি প্রতিবাদী গ্রাফিতি। রঙ ও রেখার ভাষায় এই গ্রাফিতি যেন নীরবে কথা বলছে—ন্যায়বিচারের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।

    গ্রাফিতিটিতে ফুটে উঠেছে শহীদ হাদীর স্মৃতি, তার অসমাপ্ত গল্প এবং একটি প্রশ্ন—বিচার কোথায়? কলেজ ক্যাম্পাসে হঠাৎ চোখে পড়া এই শিল্পকর্ম শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এবং নতুন করে ভাবতে বাধ্য করছে একটি হত্যাকাণ্ড ও তার বিচারের দাবিকে।

    আয়োজনে করে বরগুনার সকল ছাত্র জনতা। সহযোগিতায় (আপ বাংলাদেশ)
    আয়োজকদের মতে, এটি কোনো ভাঙচুর বা বিশৃঙ্খলা নয়; বরং এটি একটি সচেতন, শান্তিপূর্ণ ও সৃজনশীল প্রতিবাদের ভাষা। যেখানে স্লোগানের পাশাপাশি শিল্পও হয়ে উঠেছে প্রতিবাদের হাতিয়ার।

    তারা আরও জানান, শহীদ হাদীর হত্যার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত এ ধরনের ধারাবাহিক কর্মসূচি চলমান থাকবে। নীরব দেয়ালে আঁকা এই গ্রাফিতি যেন বলছে—
    স্মৃতি মুছে যায়, কিন্তু বিচার চাওয়ার কণ্ঠ থামে না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে নিখোঁজের ৩দিন পর শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

    পিরোজপুরের ভান্ডারিয়ায় মোঃ রাইয়ান মল্লিক (৫) নামে এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার দিনগত রাত ১২টার দিকে প্রতিবেশী...