More

    জামায়াত আমির বরিশাল আসবেন ৬ ফেব্রুয়ারি

    অবশ্যই পরুন

    আগামী ৬ ফেব্রুয়ারি বরিশালে সফরে আসবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওইদিন জেলার মেহেন্দিগঞ্জ, পটুয়াখালী এবং পিরোজপুরে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তিনি। সোমবার (২৬ জানুয়ারি) বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রথমে বরিশালের মেহেন্দিগঞ্জ এবং পরে পটুয়াখালী যাবেন। সেখান থেকে ফিরে পিরোজপুর যাবেন। একদিনের সফর শেষে ওইদিনই আবার তিনি ফিরে যাবেন।

    এদিকে, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন জানান, ৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় উপজেলার পাতারহাট আর.সি কলেজ মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এ ছাড়া ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করবেন তিনি।

    শান্তিপূর্ণভাবে আমিরের নির্বাচনী জনসভা বাস্তবায়নে এরই মধ্যে বাস্তবায়ন কমিটি ও প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জহির উদ্দিন ইয়ামিন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

    রমজান মাসকে সামনে রেখে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে প্রায় ১৮৬ কোটি...