More

    পিরোজপুরে আরো ৩ জন করোনা আক্রান্ত

    অবশ্যই পরুন

    পিরোজপুরের দুই উপজেলায় আরো তিনজন করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চারজন।

    শনাক্ত হওয়া তিন ব্যক্তিই যুবক এবং তার নারায়নগঞ্জ থেকে পিরোজপুরে এসেছিলেন।

    কোভিড-১৯ সনাক্ত হওয়া রোগীদের দুই জনের বাড়ী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে এবং অপরজনের বাড়ী ভান্ডারিয়া উপজেলার জামিরতলা গ্রাম।

    এর আগে সোমবার জেলার মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নে পাতাকাটা গ্রামে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছিলো।

    পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী জানান, আক্রান্তদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য গতকাল বরিশালে পাঠানো হলে আজ তাদের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তিরা বর্তমানে সবাই তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছে।

    এদিকে তাদের শারীরিক অসুস্থতার খোঁজ নিতে ও চিকিৎসার জন্য রাতেই সংশ্লিষ্ট দুই উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আক্রান্তদের বাড়ি গেছেন। সেক্ষেত্রে আক্রান্তদের হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হতে পারে বলে জানিয়েছেন হাসনাত ইউসুফ জাকী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের...