More

    তথ্য লুকিয়ে হাসপাতালে ভর্তি, ৪ দিন পর ওয়ার্ড লকডাউন

    অবশ্যই পরুন

    করোনা উপসর্গের তথ্য গোপন করে এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন পর জানা গেছে সেই রোগী করোনা পজেটিভ। এই ঘটনায় হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ড বন্ধ ঘোষণা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওই রোগীর নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পায় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

    ডা. বাকির হোসেন জানান, গত ১৩ এপ্রিল (মঙ্গলবার) হাসপাতালে আসা এক রোগীকে জরুরি বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। পরের দিন তার এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হয়। এরপর রোগীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে বিভাগে পাঠানো হয়। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ পাওয়া যায়।

    তিনি আরও জানান, এই ঘটনায় হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ড লকডাউন করা হয়েছে। ওই ইউনিটের চিকিৎসক নার্সসহ মোট ২৪ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...