More

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

    অবশ্যই পরুন

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৯৯ রোগী।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    এতে বলা হয়, ১৩ জনকে নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে। দুই হাজার ৭৯৯ জনকে নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দুই লাখ ১১ হাজার ৬৮৩ জন।

    গত ২৪ ঘণ্টায় যারা ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৬৮২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১১৭ জন।

    বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট নয় হাজার ১৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্তায় রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...