More

    বরিশালে সরকারি স্বাস্থ্য বিধি অমান্য, ৩ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশালে করোনা সংক্রামণ এড়াতে সরকারি স্বাস্থ্য বিধি বাস্তবায়নে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত নগরীর ৩ প্রতিষ্ঠান এবং ২ ব্যক্তিকে ১১ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হেয়েছে।
    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা র‌্যাবের সহায়তায় এবং অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী পুলিশের সহায়তায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

    নাজমুল হুদা জানান, সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় নগরীর বগুড়া রোডের রিগ্যাল এম্পোরিয়াম ফার্নিচার দোকান থেকে ৫ হাজার টাকা, একই অপরাধে ভিশন ইলেক্ট্রনিক্স দোকান থেকে ৫ হাজার, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম মুঠোফোনে ভিডিও ধারন করায় একই এলাকায় রেজাউল করিম নামে এক ব্যক্তিকে ৫শ’ টাকা, মুন্সিরগ্যারেজ এলাকায় অযথা গ্যারেজ খোলা রাখায় মালিককে ১ হাজার এবং জিলা স্কুল মোড়ে মোটরসাইকেল নিয়ে অযথা ঘোরাফেরা করায় হেমায়েত নামে এক ব্যক্তিকে ১ শ’ টাকা জরিমানা করা হয়।

    আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত নগরীর রূপাতলী, সাগরদী, চৌমাথা ও কেডিসি এলাকায় অভিযান চালায়। এ সময় কোন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিকে জরিমানা করা না হলেও করোনা এড়াতে জনসচেতনতা সৃস্টি করেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় সকল খালের সীমানা চিহ্নিতকরনসহ সাত দফা দাবি বাস্তবায়নে নদী তীরে সংবাদ সম্মেলন

    কলাপাড়া প্রতিনিধি:সকল খালের সীমানা চিহ্নিতকরণ, তালিকা তৈরি, দখল—দূষণ মুক্ত করে কৃষিকাজের উপযোগী রাখাসহ সাত দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ...