More

    পড়েছিলেন রাস্তার পাশে, হাসপাতালে নিয়ে আসার পরে গেল প্রাণ

    অবশ্যই পরুন

    বরিশাল শহরতলীর গড়িয়ারপাড়ে রাস্তার পাশে পড়ে থাকা সুজিত হাওলাদার নামের ব্যক্তিটির মৃত্যু হয়েছে। বুধবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। বেক্সিমকো ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার সুজিতের শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়েছে নিশ্চিত করে চিকিৎসক। কিন্তু তিনি করোনা রোগে আক্রান্ত ছিলেন কী না এ তথ্য তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি।
    পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে- বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সুজিত বরিশাল শহর থেকে শাহ নেওয়াজ নামের এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলযোগে গৌরনদীতে যাচ্ছিলেন। পথিমধ্যে গড়িয়ারপাড় নামক স্থান অতিক্রমকালে অসুস্থবোধ হলে মোটরসাইকেল থামিয়ে সড়কের পাশে অবস্থান নেন। কিছুটা সময় বসে থাকার পরে তিনি অচেতন হয়ে পড়েছিলেন। সাথে থাকা সঙ্গী শাহ নেওয়াজ বিষয়টি বিমানবন্দর থানায় অবহিত করলে পরে সঙ্গীয় ফোর্স নিয়ে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়ারেছ তাকে উদ্ধার করেন। এবং সাথে সাথে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান।

    শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মোহম্মদ বাকির হোসেন বরিশালটাইমসকে জানান, সুজিত করোনা আক্রান্ত ছিলেন কী না এ তথ্য নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু সিটিস্ক্যানে লক্ষ্য করা গেছে তার মস্তিস্কে রক্তক্ষরণে হচ্ছিল। ফলে তাকে অ্যাম্বুলেন্সযোগে রাজধানীতে প্রেরণের উদ্দেশে কিছুটা পথ নিয়েও যাওয়া হয়েছিল। তবে কিছুটা পথ অতিক্রমের পরে তার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটলে পুনরায় মেডিকেলে নিয়ে আসা হয়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...