More

    বরিশালে অন্য জেলার লাশ দাফ‌নে লাগ‌বে অনুম‌তি

    অবশ্যই পরুন

    অন্য জেলায় মৃত্যুবরণকারী কাউ‌কে ব‌রিশা‌লে দাফ‌নের ব্যাপা‌রে বি‌ধি নি‌ষেধ আ‌রোপ ক‌রে‌ছে জেলা প্রশাসন। এ ক্ষে‌ত্রে স্থানীয় থানা‌কে অব‌হিত কর‌তে হ‌বে।

    মৃতু্যর স‌ঠিক কাণ উ‌ল্লেখ পূর্বক প্রত্যায়নপত্র দা‌খিল কর‌তে হ‌বে। প্রত্যায়ন পত্র না থাক‌লে কে‌ভিড-১৯ নি‌র্দিস্ট প্র‌টোকল অনুসরণ কর‌তে হ‌বে এবং মর‌দে‌হের সাথে আগত সকল‌কে বাধ্যতামূলক হোম কোয়ারান্টাই‌নে থাক‌তে হ‌বে।

    জেলা প্রশাসক এস এম অ‌জিয়র রহমান স্বাক্ষ‌রিত ঐ নি‌র্শেদনামায় উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে, উ‌ল্লে‌খিত শর্তবলী অমান্য কর‌লে তা‌র/ তা‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হ‌বে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...