More

    মঠবাড়িয়ায় ছয় শতাধিক দোকান ভাড়া মওকুফ

    অবশ্যই পরুন

    লকডাউনে থাকা পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেএম লাতীফ ইনষ্টিটিউশনের মালিকাধীন সুপার মার্কেটের প্রায় ৬০০টি দোকানের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
    দোকানগুলোর মোট ভাড়া ৫ লাখ ১০ হাজার টাকা।

    কে এম লাতীফ ইনষ্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি ও আ.লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, করোনা পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে সরকারি নির্দেশনা ও লকডাউনে থাকা মার্কেটের সব দোকান বন্ধ থাকায় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

    বিষয়টি মানবিক বিবেচনায় রেখে এপ্রিল মাসের ভাড়া মওকুফ করা হয়েছে। কে এম লাতীফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, সম্প্রতি ম্যনেজিং কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...