More

    বানারীপাড়ায় ডকইয়ার্ডে’র ঘরে আগুন মালিক ছিলো ভিতরে

    অবশ্যই পরুন

    গভীর রাতে অগ্নিকান্ডে ডকইয়ার্ড’র টিনসেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। আগুনে ওই টিনসেড ঘরে থাকা ৩টি ওয়েল্ডিং মেশিন ও একটি শার্কেট ওয়েল্ডিং মেশিন সহ ৫ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মেশিন ও যন্ত্রাংশ পুড়ে নষ্ট হয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

    সূত্রমতে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামে খালের তীরে গড়ে তোলা মহসিনের ‘মা বাবার দোয়া’ ডক ইয়ার্ডের
    মেশিন সহ যন্ত্রাংশ রাখার টিনসেড ঘরে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের ডাক চিৎকার শুনে ডকইয়ার্ডের মালিক মহসিন ঘর থেকে বের হতে গিয়ে দেখতে পায় বাহির থেকে ঘরের দরজায় তালাবদ্ধ করে রাখা হয়েছে। পরে ডকইয়ার্ড লাগোয়া বাড়ির বাসিন্দারা (আগুন
    দেখতে পাওয়ারা) এসে তালা ভেঙ্গে মহসিন ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করেন। স্থানীয়রা ডকইয়ার্ডের ওই টিনসেড ঘরে লাগা আগুন নেভানোর চেষ্টা করেও

    ব্যর্থ হয় বলে জানা গেছে। এ ব্যপারে শুক্রবার সকালে ডকইয়ার্ডের মালিক মহসিন তার সঙ্গে পূর্ব থেকে বিরোধ থাকা একই এলাকার শাহজালাল বেপারী (৪০),সোহেল বেপারী (৩৮), রাসেল বেপারী (৩৫) শাহ আলম বেপারী (৪২), মামুন বেপারী (২৫) ও শাহাদাত হোসেন হাওলাদার (৩৮) কে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ রয়েছে পূর্ব বিরোধের জের ধরে উক্ত আসামীরা

    পূর্ব পরিকল্পিতভাবে তার ডকইয়ার্ডে আগুন ধরিয়ে দিয়ে তার ক্ষতিসাধন করেছে। প্রসঙ্গত সম্প্রতি ওই আসামীরা ডকইয়ার্ডের ফলে পরিবেশ দূষণ হচ্ছে এ অভিযোগ করলে ইউএনও’র নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস সেখানে গিয়ে মোবাইল কোর্টে ডকইয়ার্ড মালিক মহসিনকে ২ হাজার টাকা অর্থদন্ড দেওয়ার পাশাপাশি ডকইয়ার্ডের কার্যক্রম বন্ধ করে দেন। ওই সময় একটি ওয়েল্ডিং মেশিন

    ও কয়েকটি হ্যামার জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেনের কাছে জিম্মায়ও রাখা হয়। এদিকে ডকইয়ার্ড মালিক মহসিন জানান ডকইয়ার্ডের কার্যক্রমে কোন প্রকার বাধা প্রদান না করতে আদালতে নিষেধাজ্ঞা থাকার পরেও সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উল্লেখ্য ওই ডকইয়ার্ডে ১৫/২০টি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। বর্তমানে কর্ম হারিয়ে ওই
    পরিবার গুলো অনেকটা অসহায় হয়ে পড়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...