More

    হিজলা উপজেলায় র‌্যাবের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

    অবশ্যই পরুন

    বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হিজলা উপজেলায় অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান (৪৪) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। শনিবার সকালে এক ইমেল বার্তায় বিষয়টি নিশ্চিত করে র‌্যাব বরিশাল রুপাতলী কার্যালয়।

     

    এর আগে শুক্রবার বিকেলে মেহেদী হাসানকে হিজলা উপজেলার নরসিংহপুর এলাকা থেকে আটক করে।

    র‌্যাব জানায়- নরসিংহপুর এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের খবর পেয়ে তাদের একটি টিম সেখানে হানা দেয়। এসময় র‌্যাবের গাড়ি দেখে মাদক বিক্রেতা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়।

     

    পরে স্বীকারোক্তি অনুসারে শরীরে তল্লাশি চালিয়ে ২২০ পিস ইয়াবা ও নগদ ৮ হাজার ৬৩০ টাকা উদ্ধার করে।

    আটক মেহেদী হাসান ওই গ্রামের মৃত হাসান মাহমুদের ছেলে।

    এই ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে হিজলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে জেলা আ.লীগের সহ-সভাপতিসহ তিন নেতা কারাগারে

    ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ তিন নেতাকে কারাগারে প্রেরণ করেছেন...