জমি সংক্রান্ত বিরোধে দায়ের করা মামলা উত্তোলনের জন্য বিধবা আয়েশা বেগম ও তার মেয়ে রিনা বেগমকে মারধর করে আহত করেছে আসামি পক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হামলায় আহত ওই গ্রামের মৃত নুর বড়কান্তাজের মেয়ে রিনা বেগম অভিযোগ করেন, কালিকাপুর মৌজার ১০ শতক জমি নিয়ে আদালতে মামলা চলাকালীন জোরপূর্বক প্রতিপক্ষের ইব্রাহিম বড়কান্তাজ বিরোধী জমিতে ঘর নির্মাণ শুরু করেন। তাদের বাঁধা দেওয়ায় তারা বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন।
উপায়অন্তুর না পেয়ে পুনরায় আদালতের শরণাপন্ন হলে আদালতের বিচারক বিরোধী ভূমিতে ঘর নির্মাণ বন্ধের জন্য নোটিশ প্রদান করেন। তিনি আরও বলেন, গত ১২ সেপ্টেম্বর বিকেলে প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িতে এসে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। এ সময় তাদের বাঁধা দেওয়ায় তারা অর্কিতভাবে হামলা চালায়। এতে আমিসহ (রিনা) মা আয়েশা বেগম আহত হন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে আমরা দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করে দরজা আটকে দিই।
রিনা বেগম বলেন, হামলাকারী অপু, লিওন, রিপন, মুহিনসহ তাদের ৩/৪ জন সহযোগি মামলা প্রত্যাহার না হলে আমাকে (রিনা) ও মাকে হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি প্রদর্শন করে চলে যান। পরবর্তীতে বিষয়টি বিরোধী ভূমি তদন্তে আসা হিজলা থানার সাব-ইন্সপেক্টর মো. মনির হোসেনকে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
হামলার অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম বড়কান্তাজ বলেন, সেদিন কোন হামলার ঘটনা ঘটেনি। তবে আমার পরিবারের সদস্যদের সাথে রিনা ও তার মায়ের ঝগড়া হয়েছে। সেই বিষয়টি ভিন্ন খাতে নিয়ে পুনরায় মিথ্যে মামলা দায়ের করার জন্য মা ও মেয়ে এখন হামলার নাটক সাজিয়েছে।
হিজলা থানার সাব-ইন্সপেক্টর মো. মনির হোসেন জানিয়েছেন, হামলা কিংবা হুমকির অভিযোগের ব্যাপারে রিনা বেগমকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।