More

    হিজলায় মা ইলিশ রক্ষায় অভিযান, ১১ জেলে আটক

    অবশ্যই পরুন

    বরিশালের হিজলায় মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর। অভিযানে ১১ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় বিপুল প‌রিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। প‌রে সেই জাল পু‌ড়ি‌য়ে ফেলা হয়।

    আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে হিজলার মেঘনা বাজার, দুর্গাপুর লঞ্চঘাট ও হরিনাথপুরের বদর টুনি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশ আহরণের নিষিদ্ধ সময়েও নদীতে মাছ ধরার অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মারুফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে মাছ ধরতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান চলছে।

    আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। এ সময়ে দেশের সব নদীতে ইলিশ আহরণ, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    তিন ম্যাচে ৪ কোটি টাকা এনে দিলেন হামজারা

    ঘরের মাঠে বাংলাদেশের এশিয়ান কাপ ফুটবলের তিন ম্যাচে বেশ সাড়া পড়েছিল। সিঙ্গাপুর, হংকং ও ভারতের বিপক্ষে হামজা চৌধুরী-শমিত সোমদের...