বরিশালের হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নে দেবুয়া গ্রামের প্রবাসী অলিউদ্দিন হাওলাদার এর স্ত্রী মাকনুর ৩০ ও গিয়াস উদ্দিন কাজীর স্ত্রী বিফলি বেগম (৩৫) জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলার শিকার । গুরুতর আহত দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানা যায়,গতকাল ১৪ জানুয়ারি,বিকাল তিনটায় দেবুয়া গ্রামের অলিউদ্দিন হাওলাদার এর জমি জোর করে চাষ করতে যায় স্থানীয় প্রভাবশালী রব আকন,তার ছেলে হানিফ আকন ও মোহাম্মদ হোসেন বেপারী। তখন মাকনুর বেগম বাঁধা দিলে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ তাদের দুই জনকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় কাজল আকন জানান,প্রায় বিশ বছর যাবৎ আমরা এই জমি ভোগদখল করে আসছি।
সকল বৈধ কাগজপত্র থাকার পরেও প্রতিপক্ষ রব আকন, হানিফ আকন ও মোহাম্মদ হোসেন বেপারী দলবল নিয়ে অবৈধ ভাবে জমি চাষ করতে চাইলে আমরা হিজলা থানায় অভিযোগ দাখিল করি। থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে জমি চাষ করতে নিষেধ করেন।এরপরও তারা গতকাল বিকাল তিনটায় আমাদের জমি চাষ করতে যান।আমরা বাঁধা দিলে এ হামলা করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদিল হোসেন জানান,মারামারি সংবাদ আমরা পেয়েছি। আহতরা হাসপাতালে ভর্তি আছেন। লিখিত অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
