More

    হিজলা উপজেলার নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালের হিজলা উপজেলার দুর্গাপুর এলাকায় মেঘনা নদী থেকে মোস্তফা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    জানা যায়, হরিনাথপুর ইউনিয়ন টুমচর গ্রামের মৃত খলিলুর রহমান ভূইয়ার স্ত্রী মোস্তফা বেগমের বাড়ি নদীতে ভাঙার কারণে ছেলেদের সঙ্গে ঢাকায় থাকতেন।

    মোস্তফা বেগম তার ভাতিজির বাড়িতে টুমচর বেড়াতে আসলে সেখান থেকে গত ১৩ আগস্ট তিনি নিখোঁজ হন। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে হিজলা থানায় জানানো হয়।

    রোববার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে দুর্গাপুর এলাকায় নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে হিজলা থানা পুলিশ।

    হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হিজলা থানার ইউডি মামলা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...