More

    হিজলায় অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের হিজলা উপজেলা বাহেরচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ৯ অক্টোবর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন উপজেলা সদর টেকের বাজারে ভাঙ্গারী ব্যবসায়ী শহীদ দপ্তর এর নিকট ২০১৯ সালের নবম শ্রেণির নতুন বই এবং অন্যান্য ক্লাসের মিলে ২৬ হাজার টাকার বই বিক্রি করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

    সরেজমিনে দেখা যায়, বাহেরচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন বাবুগঞ্জ উপজেলার জামায়াতের আমীর ছিলেন এমনকি তার বিরুদ্ধে রয়েছে তিনটি মামলা যার মধ্যে দু’টি মামলা বিচারাধীন। স্থানীয় সচেতন মহল বলছে করোনাকালীন সময়ে যখন সারাবিশ্ব থমকে পড়ে ঠিক সেই মুহূর্তে সরকারি বই বিক্রি করে দিলে শিক্ষার্থীরা তো বই নাও পেতে পারে। সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্যই মূলত এই ষড়যন্ত্র।

    বই ক্রয়কারী ভাঙ্গারী ব্যবসায়ী শহিদ জানান, তাকে ডেকে নিয়ে অধ্যক্ষ তার কাছে বই বিক্রি করেছেন প্রতি কেজি ৮ টাকা দরে। তিনি টাকা নগদ দিয়ে এসেছেন। তিনি আরো বলেন, আমি জানতাম না এই বই সরকারি তাহলে আমি কিনতাম না।

    ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন বলেন, আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম’র সাথে আলোচনা সাপেক্ষে এই বই বিক্রি করেছি।
    এদিকে ভিন্ন কথা বলছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম। তিনি বলছেন তিনি কিছুই জানেন না বই বিক্রি সম্পর্কে, তবে যদি বিষয়টি সত্যি হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ বলেন, যদি বই বিক্রির অভিযোগ এর সত্যতা মেলে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল

    ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। শুক্রবার...