More

    পিরোজপুরে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    অবশ্যই পরুন

    পিরোজপুরের কাউখালী থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার বিকেলে মাদক ব্যবসায়ী দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুর সদর থানার পুকুরিয়া গ্রামের মোঃ হোসেন হাওলাদার (২৪) ও মুক্তারপুরের বাসিন্দা মোঃ সুমন খান (২৪)। এঘ টনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মাদক বেচা কেনার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার পিরোজপুরের কাউখালীতে অভিযান পরিচালনা করেন র‌্যাবের সদস্যরা। অভিযানের একপর্যায়ে বিকেল সাড়ে ৪ টার দিকে বেকুটিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে হোসেন হাওলাদার ও সুমন খানকে আটক করেন তারা। পরে তাদের দেহে তল্লাশী চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

    এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে পিরোজপুর জেলার কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...