More

    কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

    অবশ্যই পরুন

    পিরোজপুর জেলা কারাগারে অনিমেষ হালদার (৩৫) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল জানান, রবিবার (১৭ জানুয়ারি) বুকে ব্যথা ওঠার পর অনিমেষকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    অনিমেষ জেলার ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রামের মন্মথ হালদারের ছেলে এবং পত্তাশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

    গত বছরের ২৭ জুলাই ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রামে ঘরের মধ্যে মৃত অবস্থায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মধুসুদন হালদারের স্ত্রী গোলাপি রাণী হালদারকে (৬৫) পাওয়া যায়। এ ঘটনায় ইন্দুরকানী থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। এরপর ৩০ জুলাই নিহত গোলাপি রাণীর স্বামী মধুসূদন বাদী হয়ে পত্তাশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি অনিমেষ এবং একই ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন বাবুকে (২২) আসামি করে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শেখ হাসিনার আমলে অর্থপাচারের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ গণমাধ্যমের

    গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার আমলে হওয়া অর্থপাচার ও দুর্নীতির...