এ যেন সেলুলয়েডের ডর- সত্যি হল…দুর্বল হৃদয়ের ব্যক্তিরা দেখবেন না এই ভিডিও, মানুষের বীভৎসতার চরম রূপ৷
#মুম্বই : খার রেলওয়ে স্টেশনে ভয়াবহ পরিস্থিতি৷ ঘটনা যা ঘটলো তাতে শিহরিত হয়ে উঠতে হয়৷ প্রেমে ও বিয়েতে প্রত্যাখ্যাত হয়ে লোকাল ট্রেনের সামনে তরুণীকে ঠেলে দিল এক যুবক৷ দোষের মধ্যে মেয়েটি যুবকটির বিয়ের প্রস্তাবে না বলেছিল৷
মুম্বইয়ের খার রেলওয়ে স্টেশনে ঘটে এই ঘটনা৷ ঘটনায় এক চুলের জন্য প্রাণে রক্ষা পান ওই তরুণী কারণ তাঁর সঙ্গে ছিলেন তাঁরই মা৷ যিনি ওই বদ তরুণের ঠেলার পর কোনও ভাবে মেয়েটিকে টেনে ধরতে পারেন৷
খার স্টেশনে ট্রেন যখন ঢুকছিল প্রথমে ছেলেটি নিজে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়তে চায়৷ এরপর সে কোনওক্রমে বাঁচার চেষ্টা করে অন্যদিক থেকে আসা ট্রেনে থাকা মেয়েটিকে টেনে নামিয়ে ট্রেনের লাইনে মেয়েটিকে ফেলে দিতে চেষ্টা করে ৷ মেয়েটি ট্রেন থেকে পড়ে যায়৷ এই সময় তাঁর সঙ্গে তাঁর মা ছিল৷ সে কোনওরকমে মেয়েকে মৃত্যুর হাত বাঁচান৷
এরপর মেয়েটির দিকে স্টেশনে জমা হওয়ার লোকরা এগোচ্ছে দেখে খুনের অভিপ্রায়ে অভিযুক্ত তরুণ পালিয়ে যায়৷ পুরো ঘটনা সিসিটিভিতে বন্দি হয়ে গেছে৷ দেখে নিন শিহরণ জাগানো খতরনাক ভিডিও৷