More

    রাজাপুরে ফিরোজা আমু স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে বড়ইয়া একাদশ চ্যাম্পিয়ন

    অবশ্যই পরুন

    ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফিরোজা আমু স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৮ মার্চ) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সোনালী অতীত রাজাপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে বড়ইয়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

    খেলা শেষে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী, ১৪ দলের মূখপাত্র ও সমন্বয়ক আলহাজ্জ আমির হোসেন আমু।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আ.লীগের সহ সভাপতি এ্যাড. বাবু সঞ্জিব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান,

    উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, ইউএনও মো. মোক্তার হোসেন,

    সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,

    শুক্তাগড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিউটি সিকদার প্রমূখ। উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা আ.লীগের যৌথ আয়োজনে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে নক আউট পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হয়।

    রাজাপুর উপজেলার ছয়টি ইউনিয়ন সহ মোট ১৬ টি দল এ খেলায় অংশ গ্রহন করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...