More

    ১০ বছর আগের সেই স্ক্যান্ডাল নিয়ে মুখ খুললেন প্রভা

    অবশ্যই পরুন

    ১০ বছর আগের স্ক্যান্ডাল নিয়ে মুখ খুললেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি বলেন, আমার স’ঙ্গে যা

    ঘ’টেছে, তার জন্য আমি দা’য়ী নই! একজনের অসততার কারণে আমাকে সারাজীবন ভুগতে হয়েছে। আমি ভুগেছি।

    এ সময় ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। তার সাথে প্র’তারণা হয়েছে জানিয়ে প্রভা

    বলেন, আপাতত প্রেম বা বিয়ে নিয়ে চিন্তা নেই। জীবনটাই উপভোগ করতে চাই।২০০৬ সালে শোবিজ দুনিয়ায় পা

    রাখেন। ব্যক্তিগত কারণে বিরতি নিয়েছিলেন দুই বছর। বিরতি কা’টিয়ে আবারো নিয়মিত কাজ করছেন তিনি। অভিনয় ক্যারিয়ারের এক যুগ পার করেছেন প্রভা।

    কেমন লাগছে? উত্তরে তিনি বলেন, ‘আ’সলে খা’রাপ-ভালো মিলেই কে’টেছে। প্রবল আগ্রহ নিয়ে এবং এখানে

    থাকতেই হবে- এই চিন্তা থেকে কখনো কাজ করিনি। এলাম, কাজ করলাম- এইভাবে করছি। সামনেও তাই করব।’

    প্রভা বলেন, ‘প্রায় দশ বছর আগে আমার স’ঙ্গে যা ঘ’টেছে, তার জন্য আমি দা’য়ী নই! একজনের অসততার

    কারণে আমাকে সারাজীবন ভুগতে হয়েছে। আমি ভু’গেছি। তবে সব কিছু সামলে ধীরে ধীরে স্বাভাবিক হতে পারছি, এটাই আমার বড় প্রাপ্তি।’

    ভবিষ্যৎ প’রিকল্পনা জানতে চাইলে প্রভা জানান, খুব শা’ন্তিপূর্ণ জীবন পছন্দ করেন তিনি। নিজেকে সুখি রাখার চে’ষ্টা করেন সব সময়। তাই কোনো প’রিকল্পনা নিয়ে কাজ করেন না তিনি।

    নিজের ভু’লগুলো নিয়ে কথা বলতে গিয়ে এ অভিনেত্রী বলেন, ‘এতদিন যত স’ম্পর্কে জ’ড়িয়েছিলাম, আমার মনে

    হয় সেগুলো টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি চে’ষ্টা করেছি আমি। অবহেলা পেয়েও নিজে সবচেয়ে বেশি ছাড়

    দিয়েছি। হয়তো আমার ভু’ল, কারণ আমি আসলে মানুষ চিনতে ভু’ল করছি। তাই আপাতত প্রে;ম বা বিয়ে নিয়ে চিন্তা নেই। জীবনটাই উপভোগ করতে চাই।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    এবার ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে হবে ভোটগ্রহণ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশের ৩০০ সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের ২ লাখ ৪৭...