More

    ‘অ্যাভাটার থ্রি’ দেখে টাকা ফেরত চাইছে দর্শকেরা

    অবশ্যই পরুন

    শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার’-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। কিন্তু সিনেমাটি বহুল প্রত্যাশিত হলেও তা রীতিমতো হতাশ করেছে দর্শকদের। ভিজ্যুয়াল ইফেক্টসের প্রশংসা থাকলেও লং ডিউরেশন, সংলাপ ও অগোছালো প্লটের কারণে বিরক্তি প্রকাশ করেছে দর্শকেরা।

    সামাজিক মাধ্যমে অনেক দর্শকই ‘টাইম ওয়েস্ট’ হিসেবে উল্লেখ করেন এমনকি টিকিটের টাকাও ফেরত চান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৭ মিনিট (১৯৭ মিনিট), যা এই সিরিজের আগের দুটি সিনেমার চেয়েও বেশি। সমালোচকদের মতে, এই দীর্ঘ সময়ে শুধু ‘স্ক্রিনসেভার গ্রাফিক্স’ ছাড়া নতুন কিছু ছিল না।

    দর্শকদের অভিযোগ, পর্দার চাকচিক্য থাকলেও সিনেমার মূল প্রাণ অর্থাৎ গল্পের গভীরতা এবার একেবারেই অনুপস্থিত। দীর্ঘ সময় ধরে একই ধরনের দৃশ্য চলায় বিরক্তি প্রকাশ করে অনেক দর্শক সিনেমাটি মাঝপথে রেখে প্রেক্ষাগৃহ ছেড়েছেন।

    গল্প ও চরিত্রের দুর্বলতা নিয়েও অভিযোগ উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেমস ক্যামেরন এবার সিরিজের মূল চরিত্র জেক সালি এবং নেইতিরিকে সরিয়ে তাদের সন্তানদের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। তবে এই নতুন চরিত্রগুলো দর্শকদের সেভাবে আকর্ষণ করতে পারেনি। বরং তাদের আচরণ ও সংলাপকে ‘বিরক্তিকর’ মনে হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর

    মানবতাবিরোধী ও খুন-গুম হত্যা মামলায় কারাবন্দী ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশাল নগরীর পৈতৃক বাড়িতে হামলা হয়েছে। শুক্রবার রাত...