প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাকি ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
সোমবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ-এর সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ-এর সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভার সিদ্ধান্ত মোতাবেক নিম্নলিখিত ইউনিয়ন পরিষদগুলোয় প্রার্থীদের আওয়ামী লীগের পক্ষ থেকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ (১ ম ধাপ):
জেলা: পিরোজপুর।
উপজেলা: মঠবাড়িয়া
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. মিরুখালী- মো. আবু হানিফ খান।
উপজেলা: নেছারাবাদ
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. সমুদয়কাঠী- মো. হুমায়ুন কবির।
জেলা : বরগুনা
উপজেলা : বেতাগী
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. বেতাগী- মো. হুমায়ুন কবির।
জেলা: পটুয়াখালী
উপজেলা: দশমিনা
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. আলীপুর- মো. মিজানুর রহমান।
জেলা: ঝালকাঠি
উপজেলা: কাঠালিয়া
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. আওরাবুনিয়া -মো. মিঠু সিকদার।
এছাড়াও বরগুনা জেলার বামনা উপজেলার বুকাবুনিয়া এবং ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অবশিষ্ট ইউনিয়ন পরিষদগুলোয় (নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে উল্লেখিত) আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা:
জেলা: বরগুনা
উপজেলা: বামনা
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. বুকাবুনিয়া- মীর আসাদুজ্জামান
ঢাকা বিভাগ
জেলা: নরসিংদী
উপজেলা: পলাশ
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. গজারিয়া -মো. বদুরুদ জামান ভূঞা।
২. ডাংগা- মো. সাবের উল হাই।
জেলা: গাজীপুর,
উপজেলা: কালীগঞ্জ,
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. তুমুলিয়া- মো. আবু বকর মিঞা
২. বক্তারপুর- মো. আতিকুর রহমান আখন্দ
৩. জাঙ্গালিয়া- গাজী সারওয়ার হোসেন
৪. বাহাদুরসাদী- মো. শাহাবুদ্দিন (আহমেদ)
৫. জামালপুর- মো. মাহবুবুর রহমান
৬. মোক্তারপুর- আলমগীর হোসেন।
সিলেট বিভাগ
জেলা: সুনামগঞ্জ
উপজেলা: ছাতক
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. ভাতগাঁও- আওলাদ হোসেন
২. নোয়ারাই- মো. আফজাল আবেদীন
৩. সিংচাপইর- মো. মোজাহিদ আলী।
চট্টগ্রাম বিভাগ
জেলা: লক্ষ্মীপুর
উপজেলা: রামগতি
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. চর বাদাম- সাখাওয়াত হোসেন জসিম
২. চর পোড়াগাছা- মোঃ নুরুল আমিন
৩. চর রমিজ- মোজাহিদুল ইসলাম।
উপজেলা: কমলনগর
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. চর ফলকন- মোহাম্মদ মোশারেফ হোসেন
২. হাজিরহাট- মো. নিজাম উদ্দিন
৩. তোরাবগঞ্জ- মীর্জা আশ্রাফুল জামাল রাসেল।
জেলা: নোয়াখালী
উপজেলা: সুবর্ণচর
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. চরবাটা- মো. আমিনুল ইসলাম
২. চরক্লার্ক- মো. হানিফ
৩. চরওয়াপদা- আব্দুল মান্নান ভূঁইয়া
৪. চরআমানউল্যাহ- বেলায়েত হোসেন
৫. পূর্বচরবাটা- আবুল বাসার মঞ্জু
৬. মোহাম্মদপুর- মহি উদ্দিন চৌধুরী।
উপজেলা হাতিয়া
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. চরঈশ্বর- মো. আলাউদ্দিন আজাদ
২. চরকিং- মহিউদ্দিন আহমেদ
৩. তমরদ্দি- ফররুক আহমেদ
৪. সোনাদিয়া- মেহেদী হাসান
৫. বুড়িরচর- জিয়া আলী আকবর
৬. জাহাজমারা- এ, টি, এম, সিরাজ উদ্দীন
৭. নিঝুমদ্বীপ- মো. দিনাজ উদ্দিন।
জেলা : চট্টগ্রাম
উপজেলা : সন্দ্বীপ
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. বাউরিয়া- মোহাম্মদ জিল্লুর রহমান
২. গাছুয়া- মো. আবু হেনা
৩. সন্তোষপুর- মোহাম্মদ মহিউদ্দিন
৪. আমানউল্লা- মাহাবুল আলম নওশাদ
৫. হরিশপুর- আবুল কাসেম মোল্যা
৬. রহমতপুর- মোহাম্মদ ফরিদুল মাওলা
৭. আজিমপুর- মো, আবদুল আজিজ
৮. মুছাপুর- মো. আবুল খায়ের
৯. মাইটভাঙ্গা- মোহাম্মদ মিজানুর রহমান
১০. সারিকাইত- ফখরুল ইসলাম
১১. মগধরা- এস. এম আনোয়ার হোসেন
১২. হারামিয়া- মো. জসিম উদ্দিন।
জেলা : কক্সবাজার
উপজেলা : মহেশখালী
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. হোয়ানক- মোহাম্মদ মোস্তফা কামাল
২. মাতারবাড়ী- আবু হায়দার
৩. কুতুবজোম- মো. শেখ কামাল।
উপজেলা : কুতুবদিয়া
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. আলী আকবর ডেইল- মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার
২. বড়ঘোপ- আবুল কালাম
৩. দক্ষিণধুরং- মোহাম্মদ আজম
৪. কৈয়ারবিল- মো. আজমগীর
৫. লেমশীখালী- রেজাউল করিম
৬. উত্তরধুরুং- মো. ইয়াহিয়া খান।
উপজেলা: পেকুয়া
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. টেটং- জাহেদুল ইসলাম।
উপজেলা: টেকনাফ
(ক্রমিক নম্বর—ইউনিয়ন—চেয়ারম্যান প্রার্থীর নাম)
১. হ্ণীলা- রাশেদ মাহমুদ আলী
২. সাবরাং- সোনা আলী
৩. সেন্টমার্টিন- মোহাম্মদ মুজিবুর রহমান
৪. টেকনাফ- আবু ছৈয়দ
৫. হোয়াইক্যং- আজিজুল হক।
নির্বাচন কমিশন-ঘোষিত তফসিলে উল্লিখিত মাদারীপুর জেলার শিবচর উপজেলার সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে।