ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কে অবস্থান, বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে মহাসড়কের নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের গোলচত্বরে মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।
তবে এ সময় মহাসড়কের যানচলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। এ ছাড়াও বরিশালের প্রতিটি মসজিদে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া, মোনাজাত এবং পরে বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে ছাত্র-জনতা নথুল্লাবাদে জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এরপর তারা ডিআইজির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমের আশ্বাসে ওই রাতে বিক্ষোভ সমাপ্ত করেন শিক্ষার্থীরা। এরপর শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ছাত্রজনতা পুনরায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনালে জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় তারা হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়ে বিভিন্ন রকম স্লোগান দেন। সেখানে মহাসড়কেই জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা।
নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে জড়ো হন। সেখানে বিক্ষোভ সমাবেশ করে কর্মসূচি শেষ হয়।
