More

    পিরোজপুরে মায়ের সাথে অভিমানে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাকিব ফকির (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

    রাকিব উপজেলার বড়শৌলা গ্রামের সৌদি প্রবাসী মধু ফকিরের ছেলে।

    এলাকাবাসী জানায়, রাকিবের স্ত্রী ঝুমা দীর্ঘদিন ধরে বাবার বাড়ি অবস্থান করছে। স্ত্রীর বাবার বাড়ি থাকা নিয়ে সকালে রাকিবের সাথে তার মা বিলকিস বেগমের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রাকিব মায়ের ওপর রাগ করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ্য হয়ে পড়ে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান।

    মঠবাড়িয়া থানার এসআই জাকির হোসেন জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চুপিসারে জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না

    চারটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’ ও তার স্ত্রী...