পিরোজপুরের স্বরূপকাঠিতে ৬ষ্ঠ শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাকিল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে পুলিশ উপজেলার সংগীতকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য বৃহস্পতিবার পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যার আগে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় বুধবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে পিরোজপুর আদালতে এবং মেয়েটির ডাক্তারী পরীক্ষা করানোর জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।