কলাপাড়ায় মোটরসাইকেল ছিনতাই চক্রের দুই সদস্য রাকিব গাজী (২২) ও মনির গাজীকে (২৫) পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে কলাপাড়া থানা পুলিশ এদের গ্রেফতার করেছে। রাকিবের বাড়ি আমতলীর টেপুড়া গ্রামে এবং মনিরের বাড়ি দশমিনার আলিপুরায়। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, ৬ জুন রাতে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের চৌরাস্তা থেকে মোটরসাইকেল চালক রুমানকে মারধর করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালক কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করলে ২৪ ঘন্টার মধ্যে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার রাতে ওই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।